মাঝখানে দুদিনের বিরতির পর দেশের ছয়টি জেলায় আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এবারের শৈত্যপ্রবাহের তীব্রতা মাসের শুরু দিকের চেয়ে কম।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এই অবস্থায় বুধবার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় ঢাকায় বাতাসের গতিবেগ থাকতে পারে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।