রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা, বর্তমান প্রধান সমন্বয়ক, বাংলাদেশি কমিউনিটির নেতা মিজানুর রহমান (৫৬) মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার ৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে জোহানেসবার্গের জোসেফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জানা গেছে, তিনি দীর্ঘদিন থেকে ডায়বেটিস রোগে ভুগছিলেন। গত ১ সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন। শনিবার দুপুর ২টায় জোহানেসবার্গের লেনেসিয়ায় মাওলানা গিয়াস উদ্দিনের ইমামতিতে জানাজা শেষে এভলন কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, মিজানুর রহমান ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৪নং মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের বাসিন্দা। তিনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় আসেন। তিনি হোম অফিসের ইনফারেটার হিসেবে কাজ করতেন। দেশে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী গত বছর মারা গেছেন।