উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে পর্ন ভিডিও শুট করে তা একটি ওয়েবসাইটে আপলোড করতেন ভারতীয় হিন্দি সিরিয়ালের অভিনেত্রী গহনা বশিষ্ট। এ অভিযোগে অবশেষে তাকে পুলিশের খাচায় যেতে হয়েছে। হিন্দি সিরিয়ালের প্রভাবশালী প্রযোজক একতা কাপুরের ‘গন্দি বাত’ সিরিয়ালে অভিনয় করেছেন গহনা।
মুম্বাই পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, গহনা বশিষ্ঠ যে পর্ন ওয়েবসাইটটি চালাচ্ছিলেন, তাতে তিনি ৮৭টি পর্ন ভিডিও আপলোড করা হয়েছে। যে গ্রাহকরা ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতেন তাদের ২ হাজার টাকা করে দিতে হতো। অবশেষে রোববার মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেপ্তার করে। গতকাল রোববারই তাকে আদালতে তোলা হয়।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, বেশকিছু মডেল, অভিনেত্রী এবং প্রযোজনা সংস্থা এই পর্নচক্রের সঙ্গে যুক্ত। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। পুরো র্যাকেটকে গ্রেফতারের জন্য সন্ধান করছে তদন্ত সংস্থাটি।