সম্প্রতি একটি ম্যাগাজিনের কাভার ফটোশ্যুটে ‘বোল্ড’ রুপে ধরা দিয়েছেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। কালো রঙের টু-পিসে প্রিয়াঙ্কার ফটোশ্যুটের সেই ছবি সামনে আসতেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
বদল ঘটেছে প্রিয়াঙ্কার চুলের স্টাইলে। ছবিতে প্রিয়াঙ্কার অ্যাটিটিউড নজর কেড়েছে সকলের। একেবারে অন্য লুকে দেখা গিয়েছে নায়িকাকে। প্রিয়াঙ্কার বোল্ড ফটোশ্যুট দেখে তার অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন।
প্রসঙ্গত, কদিন আগেই বাঘের ছাল প্রিন্টেড মিডি পরে চমকে দিলেন প্রিয়াঙ্কা। শুধু তিনি নন, তাঁর ডগিকেও এই প্রিন্টেড পোশাক পরিয়েছিলেন পিগি।