নুডলস কমবেসি আমাদের সবারই ভীষণ প্রিয়। সবসময় একইভাবে এটি রান্না করতে করতে একঘেয়েমি চলে আসলে ভিন্ন স্বাদে পরিবেশন করতে পারেন নুডলস। মসলাদার এই রান্নাকে তড়কা ম্যাগিও বলা হয়। পাঠক চলুন তড়কা ম্যাগি কীভাবে রান্না করবেন জেনে নিন।
উপকরণ
ম্যাগি নুডলস- ২ প্যাকেট, মটরশুঁটি- আধা কাপ, টমেটো- ১টি (কুচি), পেঁয়াজ- ১টি (কুচি), সরিষার তেল- ২ টেবিল চামচ, জিরা- ১ চা চামচ, ধনিয়া গুঁড়া- ১ চা চামচ, কাঁচা মরিচ- ২টি, হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ, লবণ- স্বাদ মতো, মাখন- পরিমাণ মতো, শুকনা মরিচ- ২টি, কাশ্মিরি মরিচ গুঁড়া- স্বাদ মতো ও রসুন- ৪ কোয়া।
প্রস্তুত প্রণালি
৩ কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিন নুডলস। সেদ্ধ করার সময় কয়েক ফোঁটা তেল দেবেন যেন একটির সঙ্গে আরেকটি লেগে না যায়। নুডলস সেদ্ধ হলে পানি ঝরিয়ে রাখুন। প্যানে তেল গরম করে জিরা দিয়ে নাড়তে থাকুন। ফুটতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে গেলে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, কাশ্মিরি মরিচ গুঁড়া, কাঁচা মরিচ কুচি ও মটরশুঁটি দিয়ে নাড়তে থাকুন।
উচ্চতাপে কয়েক মিনিট নেড়ে জ্বাল মিডিয়াম করে দিন। আরও কয়েক মিনিট নাড়ুন। এবার সেদ্ধ করে রাখা ম্যাগি নুডলস ও প্যাকেটের মধ্যে থাকা মসলা দিয়ে দিন। তড়কা বানানোর জন্য আরেকটি প্যানে মাখন গলিয়ে নিন। রসুন কুচি, শুকনা মরিচ গুঁড়া ও শুকনা মরিচ দিয়ে নাড়ুন। মরিচ থেকে গন্ধ বের হতে শুরু করলে প্যানে নুডলসের মিশ্রণ দিয়ে দিন। নেড়েচেড়ে নামিয়ে নিন।