সন্ধ্যা ৭:৫৮ বৃহস্পতিবার ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ১লা রমজান, ১৪৪৪ হিজরি

হোম দেশ বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ২৮ ভারতীয় জেলে গ্রেপ্তার

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ২৮ ভারতীয় জেলে গ্রেপ্তার

লিখেছেন sayeed
Spread the love

বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুটি মাছ ধরার ট্রলারসহ ২৮ জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এরই মধ্যে তাদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে বাগেরহাটের মোংলা থানায় মামলা করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা) সদর দপ্তরের গোয়েন্দা বিভাগ জানায়, সমুদ্রসীমা লঙ্ঘন করে শুক্রবার দুপুরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। এ সময় তাঁদের আটক করে নিয়ে আসা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ওই জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ১৯৮৩ সালের সমুদ্রসীমা আইনের ২২ ধারায় মামলা করা হয়েছে। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে।

এর আগে গত বছরের ২ ডিসেম্বর ১৭ জন জেলেসহ ‘এফ বি মা শিবানী’ ও ২৩ ডিসেম্বর ১৬ জন জেলেসহ ‘এফবি মঙ্গল চন্ডি’ ট্রলার জব্দ করে কোস্টগার্ড।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More