দক্ষিণ আফ্রিকায় জাহাঙ্গীর আলম নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় বুধবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে জোহানেসবার্গের নিউল্যান্ডস এলাকায় মনিরের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায়।
স্থানীয় বাংলাদেশিরা জানান, জাহাঙ্গীর আলম রাত ৮ টার দিকে তার ছোট ভাই মনিরকে দেখতে যান। এ সময় একদল সশস্ত্র যুবক মনিরের দোকানে ডুকে এলোপাথাড়ি গুলি করে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে জাহাঙ্গীর নিহত হন। পরে পুলিশ এসে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়।
জানা গেছে, স্থানীয় শুক্রবার (২৯ জানুয়ারি) জোহানসবার্গের লেনেসিয়ায় জামিয়াতুল ওলামায় নিহত বাংলাদেশি জাহাঙ্গীর আলমের জানাজা শেষে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।