ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার (৩০ জানুয়ারি) ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়। দলে ফিরেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম অনিক।
তাছাড়া সম্প্রতি বল হাতে গতির ঝড় তুলে প্রত্যাশিত ভাবেই জায়গা করে নিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। ফিরেছেন তাসকিন আহমেদও। তবে দুই মাচের সিরিজ সামনে রেখে ঘোষিত ২০ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও সৈয়দ খালেদ আহমেদ।
১৮ সদস্যের দলে আছেন:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম অনিক, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ।
উল্লেখ্য, ৩-৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিবিয়দের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে টিম বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।