ইরাকের সেনাবাহিনীর অভিযানে সাত আইএস জঙ্গিকে নিহত হয়েছে। এদের মধ্যে আইএসের তিনজন নেতা রয়েছে। বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের দক্ষিণে অবস্থিত আল-চেই উপত্যকায় ওই অভিযান চালায় ইরাকি সেনাবাহিনী।
এক বিবৃতিতে ইরাকের সেনাবাহিনী জানায়, কিরকুকে হামলার প্রস্তুতির গোপন খবর পেয়ে আইএসের গোপন আস্তানায় অভিযান চালান সেনা সদস্যরা। এ সময় দুই আইএস সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্য সাত সদস্য গোলাগুলিতে নিহত হন।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইরাকের মসুল, সালাহউদ্দিন, আনবার, দিয়ালা ও কিরকুকের কিছু অংশ দখল করে নেয় আইএস। ২০১৭ সালে মার্কিন জোটের সহায়তায় এসব এলাকা থেকে জঙ্গিদের বিতাড়িত করলেও সম্প্রতি আবারও তাদের উপস্থিতির জানান দিচ্ছে।