রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী করা হয়েছে বিট পুলিশিং। অপরাধ দমনে ও অপরাধীদের গ্রেফতারের জন্য সমস্ত বাসা-বাড়ির তথ্য হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রাজধানীর বাসা-বাড়ি ও ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন দিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
কে এম হাফিজ আক্তার বলেন, সম্প্রতি ঢাকায় রাতের বেলা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রাজধানীতে শুধু এই ছিনতাই জাতীয় অপরাধ হয় না, বিভিন্ন ধরনের অপরাধ হয়। ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন সম্পত্তি-অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণে আনতে গত ১৬ জানুয়ারি থেকে অভিযান শুরু হয়েছে।
এ কে এম হাফিজ আক্তার বলেন, ডিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন রাজধানীর বাসা-বাড়ির ও ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করার। আমরা খুব দ্রুতই হালনাগাদের কাজ শুরু করব। আমাদের পুলিশ সদস্যরা প্রতিটি বাসা-বাড়িতে গিয়ে আগের মতো তথ্য সংগ্রহ করবেন।