দেশে চালের সাময়িক সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি এবং ত্রাণ কার্যক্রমে চালের মজুদ কমে গেছে। ফলে বাজারে চালের মূল্য অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তাই মিয়ানমার থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, বাংলাদেশ সরকার দ্বিপক্ষীয় চুক্তির (জি-টু-জি) মাধ্যমে মিয়ানমার থেকে চাল ক্রয় করবে। প্রতি টন চাল কিনতে ৪৮৫ মার্কিন ডলার পড়বে। চাল আমদানির মুল লক্ষ্য দাম স্থিতিশীল রাখা।
তিনি বলেন, চলতি বছরের জুন মাসের মধ্যে সরকারিভাবে ১ কোটি টন এবং বেসরকারি আমদানিকারকগণ আরও এক কোটি টন চাল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শিগগিরই এই চুক্তি স্বাক্ষরিত হবে। এপ্রিলের মধ্যে চাল সরবরাহ করা হবে।
সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, খাদ্য মন্ত্রণালয় ভারতের আরও কয়েকটি রাজ্যের সঙ্গে চাল আমদানির বিষয়ে আলোচনা করছে।
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী। দেশটি প্রতি বছরে প্রায় ৩৫ মিলিয়ন টন ধান উৎপাদন করে যার প্রায় সবটায় মানুষের খাবারে শেষ হয়।