আব্দুর রহিম: ঝিনাইদহ প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ইং সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের বাংলাদেশ আওয়ামী দলের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জামিরুল হককে নিয়ে ইউপির ভবনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে আ’লীগ নেতা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের আ’লীগ দলের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জামিরুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পদ্মপুকুর শেখ হাসিনা ডিগ্রী কলেজের প্রভাষক মিল্টন বিশ্বাস, শ্যামকুড় ইউনিয়ন তাতীলীগের সভাপতি আজিজুল হক, যুবলীগ সভাপতি আবু হাসান বিশ্বাস, আ’লীগ নেতা আজম বারী প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা, দলীয় নেতা-কর্মী সহ অত্র এলাকার বিভিন্ন পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শ্যামকুড় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রাশেদ মীর।