কিশোরী প্রেমিকার গর্ভের সন্তানের দায় নিচ্ছেন না প্রেমিক জিল্লুর রহমান। এমনকি প্রেমিকার পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করতে গিয়ে উল্টো আটক হয়েছেন তিনি। ঘটনাটি নাটোরের গুরুদাসপুরে ঘটে। আটক জিল্লুর রহমান উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর পশ্চিমপাড়ার আক্কাস আলীর ছেলে।
জানা গেছে, বছর খানেক আগে প্রতিবেশী ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জিল্লুর। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন তিনি। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তার প্রেমিকা। এরপরই জিল্লু নানা টালবাহান শুরু করে।
একপর্যায়ে ওই কিশোরীর গর্ভের সন্তানের বাবা হতে নারাজ তিনি। এমনকি ভুক্তভোগীর পরিবারকে হুমকিও দেন জিল্লুরের বাবা আক্কাস। এদিকে স্বামীর স্বীকৃতি চেয়ে বারবার জিল্লুর কাছে যান তার অন্তঃসত্ত্বা প্রেমিকা। স্থানীয়ভাবে বিয়ের শর্তে মীমাংসা হলেও পরবর্তীতে সে মুখ ফিরিয়ে নেয়।
এ প্রসঙ্গে ভুক্তভোগী ওই কিশোরী বলেন, জিল্লু আমার সন্তানের বাবা হতে চায় না। স্থানীয়ভাবে বিয়ের শর্তে মীমাংসা হলেও পরবর্তীতে সে কৌশলে এড়িয়ে যায়। এরপর দায় এড়াতে আমার পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করতে গিয়ে আটক হয়। আমি আইনি ঝামেলায় জড়াতে চাই না। আমার সন্তানের স্বীকৃতি চাই।
এ প্রসঙ্গে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত জিল্লুর রহমানকে আটক করে রাখা হয়েছে। ভুক্তভোগী কিশোরী দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।