লেবাননে দেলোয়ারা খাতুন নামে এক বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে দেশটির বৈরুতের মারলিয়াস এলাকায় নিজঘরে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় স্থানীয় হাসপাতালের হিমঘরে আছে।
জানা গেছে, দেলোয়ারা খাতুন ২০১৪ সালে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসেন। প্রথমে বৈধ থাকলেও পরে বৈধতা হারান। বিগত কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টায় তার নিথর মরদেহ নিজ রুমের মেঝেতে পাওয়া য়ায়।
সহকর্মীরা জানান, অসুস্থতার কারণেই দেলোয়ারার মৃত্যু হয়েছে। দেলোয়ারা বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আব্দুল লতিফ সরদারের মেয়ে।