রাত ১:০৬ শুক্রবার ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ২রা রমজান, ১৪৪৪ হিজরি

হোম খেলা নেইমারদের তিন মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড মপলিয়ের

নেইমারদের তিন মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড মপলিয়ের

লিখেছেন kajol khan
neimar_durantobd
Spread the love

 

ফরাসি লিগ ওয়ানের ম্যাচে বড় জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার রাতে মপলিয়েরের বিপক্ষে নেইমার , কাইলিয়ান এমবাপে ও মাউরো ইকার্দির তিন মিনিটের ঝড়ে মিলেছে ৪-০ গোলের বড় জয়। প্রথমার্ধে মাত্র এক গোলের পর, দ্বিতীয়ার্ধের সেই ঝড়েই বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।

ম্যাচে পিএসজির কাজ সহজ করে দিয়েছেন মপলিয়ের গোলরক্ষক জোনাস অমলিন। ১৯ মিনিটের সময় ডি-বক্সের বাইরে বেরিয়ে এমবাপেকে ফাউল করেন তিনি। রেফারি প্রথমে দেখান হলুদ কার্ড। পরে ভিএআর (ভিডিও এসিস্ট্যান্ট রেফারি) দেখে সিদ্ধান্ত জানান সরাসরি লাল কার্ডের।

প্রথমার্ধে দলকে প্রথম লিড এনে দেয়া গোলটি করেছিলেন এম বাপে। ৩৪ মিনিটের মাথায় অ্যাঞ্জেলো ডি মারিয়ার বাড়ানো বল ধরে আলতো চিপে জালের ঠিকানা খুঁজে নেন এ ফরাসি তরুণ।প্রথমার্ধে হয়নি আর কোনো গোল। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটেও মেলেনি গোলের দেখা।

ম্যাচের ৬০ থেকে ৬৩ মিনিটের মধ্যে পরপর তিনটি গোল পায় পিএসজি। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। পরের মিনিটেই স্কোরশিটে নাম তোলেন মাউরো ইকার্দি। আর শেষমেশ ৬৩ মিনিটের সময় ম্যাচের শেষ গোলটি করেন এমবাপে। এর খানিক পর লারভিন কুরজাওয়ার শট ক্রসবারে লেগে ফিরে আসলে পিএসজির জয়ের ব্যবধান আর বড় হয়নি।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More