রাজধানীতে শুক্রবার (২২ জানুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ের মধ্যে ঢাকায় উত্তর/উত্তর-পূর্ব দিকের বাতাস ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বইতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সকালের দিকে মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।