দক্ষিণ আফ্রিকায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে বাংলাদেশি মোহাম্মদ নাসিরকে (২৯) গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) জোহানসবার্গের ব্রিক্সটন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে অভিযুক্তকে ধরতে কমিউনিটির সহযোগিতা চেয়েছিল স্থানীয় প্রশাসন।
জানা গেছে, গত ১২ জানুয়ারি কোনো এক সময়ে দেশটির লিম্পুপো প্রদেশের মোকুপান শহরে একটি আবাসিক হোটেলে স্ত্রী আয়েশা ও আট মাস বয়সী মেয়ে তাসনীমকে হত্যা করে পালিয়েছিলেন নাসির। তাকে শুক্রবার (২২ জানুয়ারি) মোকুপানের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, দক্ষিণ আফ্রিকার পুলিশ নাসিরকে আইনি হেফাজতে নিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসছিল। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কাছে মোহাম্মদ নাসিরের সন্ধান পেতে সহযোগিতা চেয়েছিল। নাসিরের দেশের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পীরের চর এলাকায়।