ইরাকের রাজধানী বাগদাদের আল-তাইয়ারান স্কয়ারের অদূরে ‘বাব আল-শারজি’ এলাকার একটি ব্যস্ত সড়কে দুটি আত্মঘাতী হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১০ জন। সামরিক বাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
ইরাক নিউজ এজেন্সিকে (আইএনএ) বাগদাদ অপারেশনস কমান্ডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজযাভি বলেছেন, তাইয়ারান স্কয়ারের কাছে ‘বাব আল-শারজি’ এলাকার ব্যস্ত মার্কেটে এ ‘জোড়া বিস্ফোরণের’ ঘটনা ঘটে।
দেশটির মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, ঘটনার পরপরই ইরাকের নিরাপত্তা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।