একটি টক শোতে গরুর মাংস রান্না করা ও খাওয়া নিয়ে কথা বলায় অভিনেত্রী দেবলীনা দত্তকে গণধর্ষণ ও খুনের হুমকি দেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে যাদবপুর থানায় অভিযোগ করেন দেবলীনা। খবর আনন্দবাজার পত্রিকা।
ঘটনার সূত্রপাত একটি টেলিভিশন চ্যানেলের চ্যাট শোয়ে। বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করার সময় পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথার সূত্র ধরে দেবলীনা জানান, তিনি নিজে নিরামিষভোজী হলেও প্রয়োজনে পুজোর সময় কারও বাড়ি গিয়ে গরুর মাংস পর্যন্ত রান্না করে দিতে পারেন।
এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করা হয় অভিনেত্রীকে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। অভিনেত্রীর মাকে উল্লেখ করেও কুমন্তব্য করা হয়। দেবলীনাকে খুন ও গণধর্ষণের হুমকি দেওয়া হয়। সেই সমস্ত স্ক্রিনশট শেয়ার করেন তথাগত।
এক সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানাতে গিয়ে দেবলীনা জানান, এটাই রেওয়াজ। কোনও মহিলা অন্য স্বরে কথা বললেই তাকে এভাবে হুমকি দেওয়া হয়। বাবুল সুপ্রিয় এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি কলেজ লাইফে বহুবার গরুর মাংস খেয়েছেন, তা নিয়ে কিন্তু কোনও প্রশ্ন করা হয়নি যে উনি কেন গরুর মাংস খেলেন?
হুমকির বিষয়টি নিয়ে দেবলীনার স্বামী অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন।
অনিন্দ্য চট্টোপাধ্যায় জানান, একজন নাগরিক হিসেবে তিনি কথা বলেছিলেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে লেখা হতে পারে তা তিনি ভাবতে পারেননি।
তথাগতর পোস্ট শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। তিনি লেখেন, হিন্দু ধর্মে বুঝি মহিলাদের এই ভাষায় সম্মান জানায়? বাহ চোখ জুড়িয়ে গেল। এরপরও মানুষ তুমি মূক ও বধির হয়ে থাকবে?
এদিকে গত ১৭ জানুয়ারি রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি, মাথা কেটে ফেলার হুমকি, গণধর্ষণ, নগ্ন করে নাচানোর হুমকি পাচ্ছেন এই অভিনেত্রী।
এসব হুমকির বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করার কথা জানান দেবলীনা। তিনি বলেন, তার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে, যারা এই ধরনের কমেন্ট করছেন তাদের প্রোফাইল পিকচারে কারোর রাম-সীতা আবার কারোরটাতে শিবের ছবি দেয়া।