একের পর এক চমক দেখাচ্ছেন সামাজক যোগাযোগ মাধ্যম থেকে রাতারাতি তারকা বনে যাওয়া হিরো আলম। অভিনয়ের পর গানের জগতে প্রবেশ করেছেন তিনি। কদিন পর পরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশিত হচ্ছে। যা কিনা ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হচ্ছে।
এতোদিন স্টুডিও ভার্সনেই গানগুলো মুক্তি দিচ্ছেন নায়ক, প্রযোজক ও গায়ক হিরো আলম। এবার তিনি নিজের গাওয়া গান ডিজে কালা মাইকেল জ্যাকসন নতুন নতুন রূপে হাজির হচ্ছেন। মিউজিক ভিডিওতে হিরো আলমকে কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের লুকে নাচতে দেখা গেছে।
এরই মধ্যে গানের শুটিং এর সময়কার ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সাহসী হিরো আলম ছবির এই নায়ক। এই গানে হিরো আলমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুমি খান। গীতিকার ফিরোজ প্লাবন। মিউজিক করেছেন ফিরোজ প্লাবন। মিউজিক ভিডিওতে হিরো আলমের সঙ্গে একাধিক নারী মডেলকে দেখা গেছে।
নতুন গান নিয়ে হিরো আলম বলেন, সিনেমার কারণে অনেক দিন দর্শকদের নতুন মিউজিক ভিডিও উপহার দিতে পারিনি। তাই একদম নতুন লুকে আসলাম। আশা করি সবাই আমার নতুন এই গান পছন্দ করবেন।