রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত।
যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনৈতিক কর্মকর্তার বরাতে এমন খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনৈতিক কর্মকর্তা।
সংবাদ সংস্থাটিকে দেয়া সাক্ষাৎকারে তারা বলেছেন, এস-৪০০ কিনলে ভারতকেও তুরস্কের মতো নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
কিছুদিন আগেও মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিলো, ক্ষেপণাস্ত্র প্রশ্নে নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত।
রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনায় সম্প্রতি ন্যাটো মিত্র তুরস্ককে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতও রাশিয়া থেকে অত্যাধুনিক এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা নিয়েছে। সে মোতাবেক ভারত এস-৪০০ কিনলে তাদেরও তুরস্কের মতো একই ধরনের নিষেধাজ্ঞায় পড়তে হবে বলে ভারতকে সতর্ক করেছে মার্কিন প্রশাসন।
এস-৪০০ কেনার জন্য ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫০০ কোটি ডলারের চুক্তি করে ভারত।
চুক্তি অনুযায়ী চলতি বছরেই প্রথম চালান বুঝে পাওয়ার কথা ভারতের।
২০১৯ সালের গোড়ার দিকে ট্রাম্প প্রশাসন ভারতকে রাশিয়ার সঙ্গে করা ওই চুক্তি বাতিল করতে বলে। এর বিনিময়ে টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স-থাড ও প্যাট্রিয়ট-৩ ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা দেয়ার প্রতিশ্রুতি দেয়।
কিন্তু নরেন্দ্র মোদি সরকার ট্রাম্পের সেই প্রস্তাব গ্রহণ করেনি।
আরও পড়ুন: পরমাণু বোমা বানাচ্ছে ইরান!