পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্বাচনী প্রচারণা থেকে ফেরার সময় সংরক্ষিত এক নারী কাউন্সিলর প্রার্থীকে (৪৫) সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীনগর এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারী প্রার্থীর। রোববার দুপুরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন মামলা করেছেন।
অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- জলিলুর রহমান জলিল (৪০), রাজ্জাক ওরফে রাজা সিকদার (৪০) ও মো. সজিব শিকদার (২৪)।
ধর্ষণের অভিযোগ তোলা কাউন্সিলর প্রার্থী গণমাধ্যমকে জানান, আগামী পৌর নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জন্য বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ভোট চাচ্ছিলেন।
শনিবার রাতে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে আসামিরা একটি জমিতে নিয়ে নিয়ে তাকে গণধর্ষণ করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার সংবাদমাধ্যমকে জানান, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী থানায় গণধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
Lতিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
ছেলেকে লিঙ্গ পরিবর্তন করে মেয়ে বানিয়ে ধর্ষণ!
কাদের মির্জার ভাইরাল বক্তব্য (ভিডিও)
‘গণবন্ধু’ উপাধি পেলেন ভিপি নুর
ব্রিটিশ তরুণীকে ধর্ষণের আপরাধে বাংলাদেশির কারাদণ্ড
মায়ের সাবেক স্বামীকে নিয়ে শ্রাবন্তী পুত্রের বিস্ফোরক মন্তব্য!