সকাল ৭:০৯ বৃহস্পতিবার ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ১লা রমজান, ১৪৪৪ হিজরি

হোম ফিচার পরমাণু বোমা বানাচ্ছে ইরান!

পরমাণু বোমা বানাচ্ছে ইরান!

লিখেছেন মামুন শেখ
পরমাণু বোমা বানাচ্ছে ইরান!
Spread the love

ইরান তার পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লে দ্রিয়ান। এ কারণে যুক্তরাষ্ট্রের এখনই ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি।

জার্নাল দু ডিমানচে পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শনিবার (১৬ জানুয়ারি) ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

মিডলইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখন ওই চুক্তির শর্তগুলো বেশি বেশি ভঙ্গ করছে।

চলতি মাসের শুরুর দিকে তারা ২০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

দেশটি ভূগর্ভস্থ ফোর্দো পরমাণু চুল্লির কার্যক্রমেও গতি এনেছে।

বিশ্বশক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তিতে যাওয়ার আগে যে জায়গায় ছিলো এখন সেই অবস্থায় ফিরে গেছে ইরান।

২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প একতরফাভাবে ছয় জাতির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তিটি থেকে বেরিয়ে যান এবং দেশটির ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।

ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে চুক্তির শর্ত কিছু কিছু ভঙ্গ করে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লে দ্রিয়ান বলেন, ট্রাম্প প্রশাসন ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল। কিন্তু ওই নীতি আসলে ঝুঁকি এবং হুমকিই বাড়িয়েছে।

তিনি বলেন, এটা বন্ধ হতে হবে। কারণ,… আমি বলবো, ইরান পরমাণু অস্ত্র অর্জনের প্রক্রিয়ার মধ্যে আছে।

তবে ইরান তার পরমাণু কর্মসূচিকে বরাবরই শান্তিপূর্ণ হিসেবে দাবি করেছে আসছে। পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তাদের নেই, শুরু থেকে এমনটাই বলে আসছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

আগামী জুনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। লে দ্রিয়ান বলেন, ওই নির্বাচনের আগেই ইরানিদের এটা বলে দেয়া জরুরি যে, অনেক হয়েছে, আর না; এবং যুক্তরাষ্ট্র ও ইরানকে চুক্তিতে ফিরিয়ে আনতে হবে।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়ই জো বাইডেন বলেছিলেন, ইরান যদি চুক্তির শর্তগুলো পুরোপুরি মেনে চলে তাহলে তার প্রশাসন পরমাণু চুক্তিতে ফিরে আসবে।

অপরদিকে ইরান বলছে, চুক্তিতে নতুন করে ফিরে আসার আগে আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে।

তবে দুই দেশ চুক্তিতে ফিরে আসলেই সব সমস্যার সমাধান হবে না উল্লেখ করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যালিস্টিক সক্ষমতা বাড়ানো এবং প্রতিবেশী দেশগুলোতে ইরানের হস্তক্ষেপের বিষয়েও আলোচনা জরুরি।

আরও পড়ুন:

শিয়া-সুন্নি: মুসলমানরা যেভাবে ভাগ হল

ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়াবহতা স্বীকার করলেন ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জনক

বিধ্বংসী লেজার ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করল ইরান

চীনের হাত ধরে পুরনো বন্ধু ভারতকে দূরে ঠেলল ইরান

ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ইন্টারপোলে গেল ইরান

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More