রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসায় ডেকে নিয়ে বন্ধুদের দিয়ে স্ত্রীকে ‘ধর্ষণ’ করানো অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
অভিযুক্ত স্বামী আয়ুব আলী (৫০) পারিবারিক কলহ মেটানোর কথা বলে স্ত্রীকে (২৫) ওই বাসায় ডেকেছিলেন বলে অভিযোগ।
গত ১২ জানুয়ারি এ ঘটনা ঘটে।
রোববার (১৭ জানুয়ারি) দুপুরে খিলগাঁও থানায় স্বামীসহ ৬ জনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন ওই নারী। আসামিরা হলেন- মো. কালু (৩৫) , সনজিব কুমার দাস (৩৭), মাকছুদুর রহমান (৫০), আজিজুর রহমান (৪২), মো. জাহাঙ্গীর (৩৫) এবং স্বামী আয়ুব আলী (৫০)।
মামলার এজাহারে জানা যায়, রাজধানীর কদমতলী থানাধীন ধোলাইপাড়ে ভাড়া বাসায় থাকেন ওই নারী। স্বামীর বন্ধু কালুর ফোন কলে খিলগাঁওয়ের ২৩৮/সি, আশ্রয় ভিলা, উত্তর গোড়ানের বাসায় গিয়েছিলেন।
স্বামী আইয়ুব আলী খিলগাঁওয়ের ওই বাসাতেই থাকেন, তার গ্রামের বাড়ী মানিকগঞ্জে।
ওই স্ত্রী তার অভিযোগপত্রে উল্লেখ করেন, স্বামীর সঙ্গে তার পারিবারিক বিরোধের কারণে মামলা মোকদ্দমা চলছে। এমন পরিস্থিতিতে বিরোধ মেটাতে আলোচনার জন্য গত ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বন্ধু কালুর মাধ্যমে খিলগাঁওয়ে যেতে তাকে খবর পাঠান স্বামী আয়ুব আলী।
ওই বাসায় গিয়ে তিনি দেখেন, স্বামী, তার বন্ধু কালুসহ উল্লেখ্য আসামিরা উপস্থিত রয়েছেন।
বাসা থেকে বেরিয়ে যেতে চাইলেই ধর্ষণ
আসামিরা দুজনের পারিবারিক বিরোধ ও মামলার বিষয়ে যেসব কথাবার্তা বলেন তা ওই নারীর মনমতো না হওয়ায় তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই সময়েই তার স্বামীর নির্দেশে আসামিরা একই ভবনের ৫ তলায় নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে মেঝেতে ফেলে তাকে বিবস্ত্র করে। এরপর পালাক্রমে ধর্ষণ করে।
ওই নারী উল্লেখ করেন, `আমার স্বামী ব্যতীত আসামিরা সবাই আমাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে।’
এরপর আনুমানিক রাত ১০ টার দিকে স্বামীসহ অন্যান্য আসামিরা ওই নারীকে বিভিন্ন ধরণের ভয় দেখিয়ে ৫ তলা থেকে নিচে নামিয়ে দেয়।
সেখান থেকে তিনি কোন রকমে যাত্রাবাড়ীস্থ খালার বাড়িতে গিয়ে খালার কাছে ঘটনা খুলে বলেন। অসুস্থ বোধ করায় তাকে খালাতো ভাইয়ের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই সময়ে ঢাকা মেডিকেলে দায়িত্বরত পুলিশ ঘটনাটি জেনে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করায়।
চিকিৎসা শেষে শনিবার (১৬ জানুয়ারি) তাকে ওসিসি থেকে ছাড়পত্র দেয়া হয়।
সকল আসামিকে চেনেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন ওই নারী; তিনি বলেন, তারা সবাই আমার স্বামীর বন্ধু।
এ বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম সংবাদমাধ্যমকে বলেন, ভিক্টিমের মেডিকেল টেস্ট করা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে।
মূল আসামিরা পলাতক রয়েছেন; তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আরও পড়ুন:
ছেলেকে লিঙ্গ পরিবর্তন করে মেয়ে বানিয়ে ধর্ষণ!
কাদের মির্জার ভাইরাল বক্তব্য (ভিডিও)
‘গণবন্ধু’ উপাধি পেলেন ভিপি নুর
ব্রিটিশ তরুণীকে ধর্ষণের আপরাধে বাংলাদেশির কারাদণ্ড
মায়ের সাবেক স্বামীকে নিয়ে শ্রাবন্তী পুত্রের বিস্ফোরক মন্তব্য!