ব্রিটিশ তরুণীকে (১৯) ধর্ষণের অপরাধে এক বাংলাদেশিকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম মুহিব উদ্দিন (৩১)। স্থানীয় সময় বুধবার (১৩ জানুয়ারি) তাকে এ সাজা দেয়া হয়।
জানা যায়, মুহিব পোর্টসমাউথ এলাকার একটি কাবাবের দোকানে কাজ করতেন। গত বছরের ২৯ আগস্ট সাউথসির ক্লারেন্ডন রোড এলাকায় ১৯ বছরের এক তরুণীর ওপর আক্রমণ চালান এবং তাকে ধর্ষণ করেন।
ওই তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে মুহিব পালিয়ে যান। পরে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মুহিবকে শনাক্তের পর গ্রেফতার করা হয়। গত ১০ নভেম্বর তিনি আদালতে দোষ স্বীকার করেন।
ব্রিটিশ পুলিশের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ ইন্সপেক্টর এমা ক্রুট বলেন, মুহিব আজীবনের জন্য ‘যৌন অপরাধী’ হিসেবে চিহ্নিত হবেন। তার সাজায় নির্যাতিত নারী ন্যায়বিচার পেয়েছেন।