তুহিনুজ্জামান: জীবননগর প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে মঙ্গলবার ( ১২ জানুয়ারি) দুপুর ১ টার সময় মেধাবী ছাত্র পারভেজ হোসেন শাওনের পড়াশোনার সকল দায়িত্ব নেয় শিকড় সমাজকল্যাণ সংস্থা।
জানা গেছে, পারভেজ হোসেন শাওন প্রতাপপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আলম আলী। শাওনের পড়াশোনা করার ইচ্ছে থাকলেউ দারিদ্রতার কারনে ৭ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে পারে। তার পরিবার দরিদ্র হওয়ার কারনে তার আর পড়াশোনা করার মতো কোনো অর্থ নাই।কিন্তুু শাওন পড়াশোনা করতে চায়। এসময় তার মা মোছাঃপারভিন আক্তার মানুষের মুখে শিকড় সমাজকল্যাণ সংস্থার কথা শুনে ছুটে যান শিকড় সমাজকল্যাণ সংস্থার জেলা শাখার সহ-সভাপতি চাষী রমজানের কাছে আর তার দরিদ্রতার কথা এবং তার সন্তানের পড়াশোনা করতে আগ্রহী এই সব বিষয় জানান ও সাহায্য চান।
চাষী রমজান তখন বিষয় টা জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা শাখার সকল সদস্যকে সাথে নিয়ে আলোচনা করে শাওনের ভর্তির বেবস্তা করে দেন এবং জীবননগর থানা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে তার পড়া শোনা করার ব্যবস্থা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিকড় সমাজকল্যাণ সংস্থার উপজেলা শাখার সভাপতি তুহিনুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক সানজিদা জামান লাবনী, সাংগঠনিক সম্পাদক ঔশর্য সাহা, অর্থ বিষয়ক সম্পাদক কবির আল চপল, প্রচার বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ওমর, নাজমুল, রিয়াজ, মিম, মিথিলা, নিশান প্রমুখ।