ঝিনাইদহের শৈলকুপার ট্রাক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আটজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে মদনডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন নির্মাণ শ্রমিক কুষ্টিয়া থেকে আলমসাধু যোগে ঝিনাইদহ যাচ্ছিলেন। অপরদিকে ঝিনাইদহ থেকে একটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মদনডাঙ্গা নামক স্থানে পৌঁছালে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬ জন ও হাসপাতালে নেয়ার পথে ২ জন মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এতে বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে এসে দেখা যায় সবাই ছিন্নভিন্ন হয়ে এখানে-সেখানে পড়ে আছেন। অনেকের শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে অনেককে চেনার উপায় ছিল না।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।