প্রথম কই মাছটি ধরে দাঁতে চেপে রেখে দ্বিতীয় মাছটি ধরতে ডুব দিয়েছিলেন গফফার গাজি। কিন্তু এই তড়িঘড়িই বিপদ ডেকে আনলো তার। মুখে পোরা কই মাছ গলায় আটকে মারাই গেলেন তিনি।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের হরিকাটি গ্রামে।
কই মাছ গলায় আটকে মৃত গফফার গাজির বয়স ৩০ বছর।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।
পুলিস ও স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, গফফার গাজির বাড়ি হাসনাবাদের হরিকাটি গ্রামে। খাল ও বিল থেকে মাছ ধরে বিক্রি করতেন তিনি। প্রতিদিনের মতো এদিন বিকেলেও স্থানীয় একটি খালে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। বিকেল ৪ টার দিকে একটি কই মাছ ধরেন গফফার। ওই মাছটি মাছটি মুখে ঢুকিয়ে দাঁত দিয়ে চেপে ধরে আরেকটি মাছ ধরার জন্য ডুব দেন তিনি। ওই সময়ই দাঁত দিয়ে চেপে ধরে রাখা কই মাছটি ছটফট করতে করতে মুখের ভিতরে চলে যায়।
গফফার গাজির শ্বাসনালীতে গিয়ে আটকায় কই মাছটি।
এরপর কোনওমতে পানির ওপর উঠে এসে কই মাছটিকে মুখ থেকে বের করার চেষ্টা করে তিনি।
কিন্তু সেটি শ্বাসনালীতেই আটকে থাকে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন গফফার।
স্থানীয়রা গফফারকে উদ্ধার করে করে বসিরহাট সুপার স্পেসালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
যৌন ক্ষমতা বৃদ্ধি করতে যেসব খাবার খাওয়া উচিত
অতিরিক্ত পর্ণ দেখছেন? মুহুর্তেই হতে পারে আপনার…
স্ট্রোকের পূর্বাভাস বুঝবেন যেভাব
মানসিক চাপ যেভাবে যৌনজীবনে প্রভাব ফেলে!
যেসব ভুল আপনার সঙ্গীকে পরকীয়ার দিকে ঠেলে দিচ্ছে!
এই ৭ ধরনের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না