বিয়ের ঠিক ৬৬৫ দিনের মাথায় অর্থাৎ গত বছরের ২৭ নভেম্বর বিচ্ছেদ হয় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ের পিড়িতে বসা অভিনেত্রী শবনম ফারিয়া ও হারুন অর রশীদ দম্পতির। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সঙ্গে বিবাহবিচ্ছেদসহ নানা বিষয়ে কথা বলেন ফারিয়া।
ফারিয়াকে প্রশ্ন করা হয়, নতুন করে নিজের কথা ভাবছেন না? উত্তরে ফারিয়া বলেন, এত তাড়াতাড়ি না। আরও পরে ভাবব। পারিবারিক কারণে বিয়েটা তাড়াহুড়ো করে করতে হয়েছিল। সেই ভুল এবার আর করব না। বিয়ে তো আর বারবার করা যাবে না। তাই এবার বুঝেশুনে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে।
সাবেক স্বামী অপুর সঙ্গে যোগাযোগ আছে কিনা, এ নিয়ে তিনি বলেন, যেহেতু একই মাধ্যমে কাজ করি দেখা হতেই পারে। আমাদের বাসাও একই এলাকায়। ফলে আমাদের সম্পর্ক, যোগাযোগ কিংবা মুখ দেখাদেখি না হওয়ার কারণ নেই। দেখা হলে কথা হবে। তবে এখনও ওর সঙ্গে দেখা হয়নি।