অনেকেরই নাকের আশেপাশে ও ঠোঁটের নিচে ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস হয়ে থাকে। যা মুখের সৌন্দর্য নষ্ট করে থাকে। শুধু তৈলাক্ত নয় শুষ্ক ত্বকেও এই সমস্যা দেখা দিতে পারে। তবে ঘরোয়া টোটকাতেই ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করা সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে ঘরোয়া উপায় দূর করবেন নাকের ব্ল্যাকহেডস-
যা যা লাগবে
১ টেবিল চামচ ওটস বা ওটমিল, দুই থেকে তিন ফোঁটা লেবুর রস ও এক টেবিল চামচ টক দই।
যেভাবে ব্যবহার করবেন
একটা বাটিতে ওটমিল ও দই নিয়ে ভালো মতো মিশিয়ে নিন। এরপর কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি নাকের চারপাশে ও ওপরে ভালো মতো মেখে নিন। ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর আঙ্গুল দিয়ে চক্রাকারে ভালো মতো ঘষে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একবার এই পদ্ধতি অনুসরণ করলে উপকার মিলবে।