নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখতে বিশ্ববাপী কত-শত আয়োজন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা সূর্যোদয়ের একটি ছবি পোস্ট করেই চমকে দিয়েছে সবাইকে!
ছবিতে দেখা যাচ্ছে, তখন মাত্র আলো ফুটেছে। দিগন্তজুড়ে সূর্যের সোনালি আভা যেন মন জুড়িয়ে দেয়। সূর্যোদয়ের আলোয় পুরো দিগন্তে যেন এক সোনালি আভা ছড়িয়ে পড়েছে।
এরই মধ্যে মহাকাশপ্রেমী ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কেড়েছে এই ছবি। প্রথম সূর্যোদয়ের ছবি শেয়ার করে নতুন বছরকে স্বাগত জানিয়েছে আমেরিকার এই মহাকাশ সংস্থা।
কানাডার একেবারে উপকূলবর্তী এলাকার দুই প্রদেশ নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরকে এই ছবিতে দেখা গেছে। অবশ্য পূর্ব কানাডার কিউবেক প্রদেশেরও দেখা মিলেছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের এক মহাকাশচারী ছবিটি তুলেছেন।