রাজধানী কলাবাগানে মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রী আনুশকাহ নূর আমিনকে গ্রুপ স্টাডির কথা বলে ডেকে নিয়ে তার বন্ধু দিহান ধর্ষণ ও হত্যা করে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি কলাবাগানের ডলফিন গলিতে দিহানের বাসায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। কলাবাগানের ডলফিন গলিতে দিহানের বাসায় নিয়ে যায় ওই ছাত্রীকে। দিহানের বাসা তখন ফাঁকা ছিল।
সেখানে ওই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে দিহান তার তিন বন্ধুকে ফোন করে ডেকে আনে। পরে তারা অসুস্থ ছাত্রীকে চিকিৎসার জন্য মডার্ণ আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকালে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার জানায়, গ্রুপ স্টাডির কথা বলে আনুশকাকে ডেকে নিয়ে যাওয়া হয়। আনুশকা সকালে নিজেই তার মাকে জানায়, পড়াশোনার প্রয়োজনে তাকে বাইরে যেতে হবে। পরে বেলা সাড়ে ১১ টার দিকে দিহান নিজেই আনুশকার মাকে ফোন করে জানায়, আনুশকা অসুস্থ। এরপর আবার দিহান ফোন করে জানায়, আনুশকা মারা গেছে।
ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইহসানুল ফিরদাউস বলেন, এই ঘটনায় দিহানকে আটক দেখানো হয়েছে। আজ তাকে কোর্টে তোলা হবে। আর তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ধর্ষণের ঘটনা ঘটেছে কি-না সেটি ময়নাতদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে।