করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকা ও সোয়াজিল্যান্ডে একজন করে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকায় মারা যাওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান সবুজ। আর সোয়াজিল্যান্ডে মারা যাওয়া যুবকের নাম লিটন। তাদের দুজনেরই বাড়ি বাংলাদেশের নোয়াখালিতে।
জান গাছে, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে সোয়াজিল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন লিটন (৩০) মারা যান। দুই সাপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। লিটন দাশের বাড়ি নোয়াখালীর চরসোনারপুর।
এছাড়া বৃহস্পতিবার রাত আটটার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মিজানুর রহমান সবুজের (৩৮) মৃত্যু হয়। তার দেশের বাড়ি নোয়াখালীর দুর্গানগরে।