দুপুর ১২:৪৮ বৃহস্পতিবার ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ১লা রমজান, ১৪৪৪ হিজরি

হোম দুরন্ত-চুয়াডাঙ্গা মহেশপুর ব্যাটেলিয়ন (৫৮) বিজিবি পরিচালক লে. কর্নেল কামরুল আহসানকে সংবর্ধনা

মহেশপুর ব্যাটেলিয়ন (৫৮) বিজিবি পরিচালক লে. কর্নেল কামরুল আহসানকে সংবর্ধনা

লিখেছেন kajol khan
bgb_durantobd
Spread the love

 

তুহিনুজ্জামান: জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

ঝিনাদহের মহেশপুরে চোরাচালান নিরোধ ও মাদকদ্রব্য আটকে সমগ্র ব্যাটালিয়নের মধ্যে মহেশপুর -৫৮ বিজিবি ব্যাটালিয়ন রার্নাস আপ হওয়ায় মহেশপুর -৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল কামরুল আহসানকে সংবর্ধনা ও সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহ্স্পতিবার (০৭ জানুয়ারি) বেলা ১২ টা ৩০ মিনিটের সময় জীবননগর সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এ সংবর্ধনা ও সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।

মিঠুন মাহমুদের সভাপতিত্বে চাষি রমজানের উপস্থাপনায় ক্রেস্ট তুলে দেওয়া হয় (৫৮) বি জি বি পরিচালকের হাতে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটেলিয়ন (৫৮) বিজিবি পরিচালক জনাব লে. কর্নেল কামরুল আহসান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাখি, প্রভাষক নজরুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ জীবননগর শাখা, ময়েন উদ্দীন ময়েন চেয়ারম্যান সীমান্ত ইউনিয়ন, সামিউল হক সাহেব গয়েশপুর হাই স্কুল, আ.সামাদ যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাকির হোসেনসহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ সীমান্ত ইউনিয়ন, সাংবাদিক মাজেদুল ইসলাম মিল্টন, সাংবাদিক মফিজুল ইসলাম, শিকড় সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সানজিদা জামান লাবনী, সাংগঠনিক সম্পাদক ঐশর্য সাহা।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শিকড় সমাজকল্যান সংস্থার উপজেলা সভাপতি তুহিনুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্য প্লাবন, ওমর ফারুক, রুবিনা, তুর্না, মিম, সোহাগ, রিয়াজ, মফিজ, প্লাবন, ঝর্ণা খাতুন, সপ্না, সিলা (১), সিলা (২),সিউলি, রমজান, নিশানসহ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার সদস্য যে কাজটি করেছে এটা নজর কেড়ে নেওয়ার মতো কাজ।যে সকল যুবক যুবতিরা আছে এই ধরনের কাজ করতে ইচ্ছুক তারা শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্যদের সাথে থেকে কাজ করুন। আমি এই সংগঠনটার দির্ঘায়ু কামনা করছি। বিশেষ অতিথি হাজি হাফিজুর রহমান হাফিজ তার বক্তব্যে শিকড় সমাজ কল্যাণ সংস্থার জন্য সবার কাছে দোয়া চেয়ে তার বক্তব্য শেষ করেন এবং প্রধান অতিথির সমাপ্তি বক্তব্যে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More