দুপুর ১২:৪৮ বৃহস্পতিবার ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ১লা রমজান, ১৪৪৪ হিজরি

হোম অন্যান্য স্ত্রী সহবাসের নিয়ম ও দোয়া

স্ত্রী সহবাসের নিয়ম ও দোয়া

লিখেছেন মামুন শেখ
স্ত্রী সহবাসের নিয়ম
Spread the love

বিবাহের মাধ্যমে নারী-পুরুষের যৌন সম্ভোগ তথা বংশ বৃদ্ধিকে আল্লাহ তা’আলা কল্যাণকর কাজে পরিণত করেছেন। ইসলামের দৃষ্টিতে বংশবৃদ্ধির একমাত্র বৈধ মাধ্যম হচ্ছে স্বামী-স্ত্রীর সহবাস। এর কিছু নিয়ম-নীতি এবং দোয়া রয়েছে। স্ত্রী সহবাসের নিয়ম পালন করলেন তা আরও কল্যাণ ও ছাওয়াব বনে আনে।

স্ত্রী সহবাসের দোয়:

بِسْمِ اللّهِ اللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَ جَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা।

অর্থ: হে আল্লাহ! তোমার নামে শুরু করছি, তুমি শয়তানকে আমাদের নিকট হতে দূরে রাখ। আমাদের মিলনের ফলে যে সন্তান দান করবে, তার থেকেও শয়তানকে দূরে রাখ।

ফজিলত:

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, রাসূল (স.) বলেছেন, যখন তোমাদের কেউ নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন যেনে এ দোয়া পড়ে মিলিত হয়। এ মিলনে যদি তাদের ভাগ্যে কোনো সন্তান আসে, তবে শয়তান সে সন্তানের কোন ক্ষতি করতে পারবে না। – বুখারি, মুসলিম, মিশকাত।

স্ত্রী সহবাসের নিয়ম:

১. স্বামী-স্ত্রী উভয়ই পাক পবিত্র থাকবে।

২. ‘বিসমিল্লাহ’ বলে সহবাস শুরু করবে; এটা মুস্তাহাব। তবে শুরু আগে ‘বিসমিল্লাহ’ বলতে ভুলে গেলে যদি বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলেও মনে মনে পড়ে নিতে হবে।

৩. সহবাসের আগে সুগন্ধি ব্যবহার করা।

৪. যেকোনো ধরণের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা। অনেক ক্ষেত্রে অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধের সৃষ্টি হয়। এতে কামভাব কমে গিয়ে বিতৃষ্ণা তৈরি হয়। ধূমপান এমন পরিস্থিতি তৈরি করি।

৫. কেবলামুখি হয়ে সহবাস না করা।

৬. সহবাসের সময়ে সম্পূর্ণ উলঙ্গ না হওয়া।

৭. বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়া; কেননা যদি সে সহবাসে সন্তান জন্ম নেয় তাহলে সন্তান শয়তানের প্রভাব মুক্ত থাকবে।

৮. স্ত্রীর ঋতুকালীন সহবাস না করা।

৯. বিদেশে বা সফরে যাওয়ার আগের রাতে স্ত্রী সহবাস না করা।

১০. সহবাসের সময় বেশি কথা না বলা।

১১. জোহরের নামাজের পর পর মিলিত না হওয়া।

১২. কখনোই ভরা পেটে সহবাস না করা।

১৩. উল্টোভাবে স্ত্রী সহবাস না করা।

১৪. স্বপ্নদোষের পর গোসলের আগে স্ত্রী সহবাস না করা; অর্থাৎ স্বপ্নদোষ হলে স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার আগে অবশ্যই গোসল করতে হবে।

১৫. চন্দ্র মাসের প্রথম এবং ১৫ তারিখ রাতে সহবাস না করা।

১৬. স্ত্রীর জরায়ুর দিকে চেয়ে সহবাস না করা।

১৭. স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করার পূর্বে বিচ্ছিন্ন না হওয়া।

আরও পড়ুন:

শিয়া-সুন্নি: মুসলমানরা যেভাবে ভাগ হল
গোনাহ মাফে উম্মতকে যে দোয়া শিখিয়েছেন বিশ্বনবি
বিশ্বের ৭ ধর্মহীন দেশ, সৃষ্টিকর্তা নিয়ে যা ভাবেন তারা

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More