অভিনেত্রী জয়া আহসানের রূপ রহস্যের কথা ভক্তদের জানার অন্যতম আগ্রহ ছিলো। কোনওদিন এ কথা কথা বলেননি জয়া আহসান। গণমাধ্যম কর্মীরা জানতে চাইলেও কৌশলে এড়িয়ে গেছেন বারবার।
তবে এবার নিজের রূপ-লাবণ্য ধরে রাখার রহস্য এবার ফাঁস করলেন জয়া আহসান নিজেই। সম্প্রতি ‘ফর দ্য লাভ অফ ফুড’ নামের একটি টিভি অনুষ্ঠানে তিনি জানান তার রূপের রহস্যের কথা।
জয়া বলেন, ছোটবেলায় নানির দেওয়া তেতো খাবারের অভ্যাসই তার ত্বক ও শরীর দুটোই ভালো রাখার রহস্য। ছোটবেলায় নানি প্রচুর তেতো খাবার খাওয়াতেন। কারণ, তেতো খেলে ত্বক ও শরীর ভালো থাকে।
তিনি আরও বলেন, আমি খেতে ভালোবাসি, তাই খাওয়া নিয়ে এতো কিছু ভাবি না। বাংলাদেশের ঐতিহ্যবাহী সব খাবার সবই ভালো লাগে। সেটা ঘরের হোক কিংবা বাইরের।