সেরা ক্রিকেটারদের নিয়ে একটি একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন। যেখানে বিবেচনায় আনা হয়েছে কৈশোরে টেস্ট অভিষেকের পরে কারা ক্যারিয়ারে বড় উন্নতি করেছে।
এই একাদশ নির্বাচনের ক্ষেত্রে আরেকটা শর্ত ছিল যে এক দেশ থেকে দুইজনের বেশি নেওয়া যাবে না। বর্তমান ক্রিকেটারদের মধ্যে আছেন দুইজন। তাদের একজন হলেন মুশফিকুর রহিম।
মুশফিককে দলে নেওয়ার ব্যাখ্যায় উইজডেন বলেছে, ৩৩ বছর বয়সেও এখনো দুর্দান্ত খেলে যাওয়া মুশফিকুর রহিম ইতোমধ্যে তার দেশের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন।
মুশফিক একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দুইটি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন এবং বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার তালিকায় ৬০ শতাংশই তার দখলে।
উইজডেনের সেরা কিশোর একাদশ : নেইল হার্ভে, শচীন টেন্ডুলকার, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরান খান (অধিনায়ক), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম, প্যাট কামিন্স