হাসপাতালের টয়লেটে একজন করোনা আক্রান্ত রোগীর সঙ্গে যৌনসম্পর্কে লিপ্ত হলেন নার্স। ঘটনা জানাজানি হওয়ার পর ওই নার্সকে বরখাস্ত করা হলেও তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর কোভিড পরীক্ষা করা হয়েছে। এমনি এক উদ্ভট ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে।
সান টিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে চলতি মাসের শুরুর দিকে জাকার্তায় করোনভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে উইসমা অ্যাটলেট জরুরিকালীন হাসপাতালে ভর্তি করা হয়। রোগীকে বাথরুম যেতে সাহায্য করে ওই নার্স। এক পর্যায়ে নার্সের সঙ্গে ওই রোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
একটা সময় যৌনসম্পর্কের ইচ্ছা প্রকাশ করে উভয়ই। তারপর বাথরুমের মধ্যে সঙ্গম করার মুহূর্তে ছবিও তোলে তারা। ঘটনার বিবরণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গত শুক্রবার ঘটনাটি তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন ওই রোগী।
ইন্দোনেশিয়ার মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নার্স তার পিপিই কিট সরিয়ে বাথরুমের মেঝেতে শুয়ে আছে এমন ছবিও শেয়ার করেছেন ওই কোভিড আক্রান্ত ব্যক্তি। এরপরই ওই নার্সকে খুঁজে বের করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে হাসপাতাল ও স্থানীয় পুলিশ।
তারপরই বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় ওই হাসপাতাল। ফের দুজনেরই কোভিড পরীক্ষা করা হয়। তবে নার্সের রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও রোগী এখনও হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।