যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসী বিএনপি নেতা মিতোষ বড়ুয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) স্থানীয় ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে লিওমিন্সটাবের ইউমাস মেমোরিয়াল হেলথ অ্যালায়েন্স ক্লিনটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর পাঁচ দিন পর বোস্টন প্রবাসীদের সহযোগিতায় বুধবার (৩০ ডিসেম্বর) সালেম সেমেট্রিতে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মিতোষ বড়ুয়া নিউ ইংল্যান্ড (বোস্টন) বিএনপির ক্রীড়া সম্পাদক ছিলেন। বোস্টনে এ নিয়ে দুইজন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। তার মৃত্যুতে নিউ ইংল্যান্ড বিএনপির নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে এক শোকবার্তায় মিতোষ বড়ুয়ার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।