‘বৎসর বৎসর চলে গেলো/ দিবসের শেষ সূর্য/ শেষ প্রশ্ন উচ্চারিল/ পশ্চিম সাগর তীরে / নিস্তব্ধ সন্ধ্যায়/ কে তুমি?/ পেলো না উত্তর…’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আমাদের মনে এমন অনেক প্রশ্ন উঁকি দেয়। সেই সাথে বছরের শেষ সূর্যাস্ত নতুন করে মনে করিয়ে দেয় অনেক স্মৃতি!
শেষ সূর্যহিসেব মিলাই আমরা বছরের খেরো খাতা ঘেঁটে। দূরে থাকার, বিচ্ছিন্নতার, আতঙ্কের, মহামারির একটি বছর। এই বছরটিকে বরণ করার সময় আমরা কিন্তু কেউ ভাবেনি যে, বছরটি মানবজাতির জন্য এতটা বিষময় হবে। বছরটি কাটলো আতঙ্ক, উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে। ২০২০ সাল বিদায় নিচ্ছে।
এই বছরের শেষ সূর্য বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই নতুন সূর্য উঠবে। শুরু হবে নতুন দিন। এ যেন সবার মনে নতুন বছরে আলোর নাচন। করোনার এমন আতঙ্ক, উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যেও নতুন বছরের সূর্যই হোক আগামীর পথচলার নতুন পাথেয়…….