ভারতের উত্তরপ্রদেশের কন্নৌজ জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসা এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত জিতু ভার্মা সম্পর্কে ওই নারীর ভাগ্নে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটটিনের খবরে বলা হয়েছে, ইন্দিরগড় থানা এলাকার একটি গ্রামে বাস করেন ওই নারী। ১৫ ডিসেম্বর একটি বিয়ের অনুষ্ঠানে শহরে এসেছিলেন।
ভুক্তভোগীর নারীর অভিযোগ, অনেক দিন ধরেই ভাগ্নে জিতু ভার্মার তার উপর খারাপ নজর ছিল। এদিন বিয়ের অনুষ্ঠান থেকে ওই ভাগ্নে তাকে তুলে একটি ভবনের পিছনে মাঠে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
ওই নারী জানান, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ডিজে মিউজিক বাজছিল। মিউজিকের তীব্র আওয়াজে কেউ নির্যাতিতার চিৎকার শুনতে পারেনি।
ঘটনার পর এলাকায় শোরগোল পড়ে যায়। ভাগ্নে জিতু ভার্মার বন্ধু প্রবীণ এবং রাম গোপাল ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাকে মারধর করে বলেও অভিযোগ উঠেছে।
এরিমধ্যে থানায় জিতু ভার্মা, প্রবীণ ও রাম গোপালের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন ওই নারী।
স্থানীয় থানার ইনচার্জ বিকাশ রাই জানিয়েছেন, অভিযুক্তের খোঁজা হচ্ছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। বর্তমানে পুলিশ মামলাটি তদন্ত করছে।