সকাল ৮:০২ বৃহস্পতিবার ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ১লা রমজান, ১৪৪৪ হিজরি

হোম প্রবাস ‘থাই-বাংলাদেশি কমিউনিটি পাতায়া’র নতুন কমিটি নির্ব‌া‌চিত

‘থাই-বাংলাদেশি কমিউনিটি পাতায়া’র নতুন কমিটি নির্ব‌া‌চিত

লিখেছেন মামুন শেখ
Spread the love

নতুন কমিটি পল থাইল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের একমাত্র রেজিস্ট্রিকৃত সংগঠন ‘থাই-বাংলাদেশি কমিউনিটি পাতায়া’। শনিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন আবদুল আলিম আর সাধারণ সম্পাদক হন শামসুজ্জামান শামীম।

নবনির্বাচিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সহ-সভাপতি ১ম আনিসুর রহমান, ২য় নুরুল ইসলাম শিশির, ৩য় শহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ১ম আরাফাত রহমান, ২য় সাইফুল ইসলাম পবন, ৩য় আলাউদ্দিন, ৪র্থ লুতফর রহমান, অর্থ সম্পাদক তাওফীকুর রহমান, অফিস সম্পাদক ফয়সাল ইমতিয়াজ অপু, ক্রীড়া সম্পাদক আরিফুর রহমান লিখন, প্রচার সম্পাদক নুরুন নবী জয়, সমাজ কল্যাণ গিয়াস উদ্দিন নয়ন, সাংস্কৃতিক সম্পাদক শ্রী রণধীর কুমার বোস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক পদে কোহিনুর আক্তার, কার্যনির্বাহী সদস্য ১ম আসাদুজ্জামান মুনা, ২য় সারা ইসলাম।

২০০৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন। থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়াভিত্তিক হলেও সংগঠনটির কার্যক্রম পুরো থাইল্যান্ডজুড়ে। প্রায় এক যুগ ধরে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজ, বাংলাদেশর জাতীয় দিবসগুলো পালন এবং বিভিন্ন সময়ে মানুষের সহযোগিতা করে আসছে।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More