জীবনে অনেক ‘ভুল’ করেছেন। আর সেই ভুলের মাশুল গুনতেই দেউলিয়া হতে হয়েছে বলিউডের সমালোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের। তবে ‘বিগ বস’-এর বাড়ির ঘেরাটোপেই নতুন করে ক্যারিয়ার শুরুর পথ দেখছেন রাখি। আর তার সামনে এই পথ খুলে দিয়েছে খান পরিবার।
সম্প্রতি এক স্বাক্ষাৎকারে রাখি বলেন, সোহেল খান ভাই আমাকে খুব সাহায্য করেছেন। আমি ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা জানিয়ে তাকে একটি মেসেজ করেছিলাম এবং বলেছিলাম, আমি ‘বিগ বস’ করতে চাই। কাজ চাইতে আমি লজ্জা করি না।
তিনি বলেন, আমি জানি, সালমান ভাই খুব ব্যস্ত থাকেন। তাই আমি সোহেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে একটা সুযোগ দিয়েছেন। এটা আমার সৌভাগ্য। সোহেল নিশ্চয়ই সালমানকে তার বিষয়ে জানিয়েছিলেন এবং সালমানই তার মুশকিল আসান করেছেন।
এর মধ্য দিয়ে নতুন সুযোগকে আর হাতছাড়া করতে চাইছেন না রাখি সাওয়ান্ত। ‘বিগ বস ১৪’-এর মাধ্যমেই তিনি আরও একবার মানুষের মনে এবং বলিউডে জায়গা করে নিতে চাইছেন বলে জানিয়েছেন রাখি। তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা।