কুয়েতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. শাহজাহান নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে মোবারক আল কাবির হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. শাহজাহান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পূর্ব মন্দাকিনী নাজিরহাট বাসস্টেশনের পশ্চিম পাশে ছিদ্দিক সওদাগরের বাড়ি নিবাসী ছৈয়দুল হকের ছেলে।
নিহতের ভাই কুয়েত প্রবাসী মো. সাহেদ জানান, ভাই সুস্থ ছিলেন। তিনি নিজের মালিকানাধীন মোনাকো ট্রাভেল এজেন্সির মাধ্যমে দেশে ছুটিতে আটকেপড়া প্রবাসীদের কুয়েতে ফিরিয়ে আনার কাজে ব্যস্ত থাকতেন। শুক্রবার হঠাৎ অসুস্থবোধ করায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভাই মারা যান।
মো. সাহেদ আরও জানান, পরে তার মরদেহ ডাক্তারি পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়। করোনায় মৃত ব্যক্তি দেশে পাঠানো সরকারি বিধিনিষেধ থাকায় রোববার আসরের নামাজের পর দেশটির সোলবিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।