সপ্তাহ ব্যবধানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম কমেছে সবজির দাম। সেই সাথে দাম কমেছে ডিম ও মুরগির। ডিমে ডজন প্রতি দাম কমেছে ১০ টাকা পর্যন্ত, আর কেজিতে মুরগির দাম কমেছে পাঁচ থেকে ১০ টাকা। এছাড়াও লিটারে ভোজ্যতেলের দাম বেড়েছে ১০ টাকা।
তবে অপরিবর্তিত আছে চাল, মাছ, মাংস, মসলাসহ অন্যান্য পণের দাম। শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের মুসলিম বাজার, মিরপুর-১ নম্বর বাজার, ২ নম্বর বাজার, ৬ নম্বর বাজার, ১১ নম্বর বাজার, মিরপুর কলোনি বাজার, কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
এসব বাজারে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়, শালগম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়, গাজর ৪০ থেকে ৫০ টাকায়, সিম ৩০ থেকে ৫০ টাকায়, বেগুন ৪০ থেকে ৮০ টাকায়, করলার ৪০ থেকে ৫০ টাকায়, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকায়, পাকা টমেটো ১০০ টাকায়, কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, বরবটি ৫০ থেকে ৬০ টাকায়।
প্রতি পিস লাউয়ে ১০ টাকা দাম কমে বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ টাকায়, বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, ফুলকপি ১৫ থেকে ২৫ টাকার মধ্যে। ১০ টাকা কমে প্রতিহালি কলা বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়, জালি কুমড়া ৩০ টাকা, ছোট মিষ্টি কুমড়া প্রতিপিস ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে।
দাম কমেছে নতুন আলু ও পেঁয়াজের। কেজিতে ১০ টাকা কমে নতুন আলু এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, পুরানো দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায়, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকায়, আটাশ চাল ৫০ থেকে ৫৩ টাকায়, পায়জাম ৪৭ থেকে ৪৮ টাকায়, মিনিকেট প্রকারভেদে ৫৮ থেকে ৬০ টাকায়, নাজির ৬০ থেকে ৬২ টাকায়, পোলাওয়ের চাল ৯০ থেকে ৯৫ টাকায়। খোলা ভোজ্যতেল লিটারে ১০ বেড়ে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
সবজির দাম কমার বিষয়ে মিরপুর এক নম্বর কলোনি বাজার সবজিব্যবসায়ী বলেন, এখন বাজারে কাঁচা পণ্য বেশি জুটছে এ কারণে দাম কমছে। নতুন আলু আসছে, হয়তো পুরানো আলুর দাম কমবে। শুধু আলু না, এভাবে অন্যান্য পণ্য এলে সামনের দিনগুলোতে সবজির দাম আরও কমবে।
সবজির পাশাপাশি বাজারে দাম কমেছে ডিমের। পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত দাম কমে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়, হাঁসের ডিম ১১০ থেকে ১২০ টাকায়, সোনালী মুরগির ডিম ১৩০ থেকে ১৪০ টাকায়।
দাম কমেছে ব্রয়লার মুরগির। সপ্তাহের ব্যবধানে কেজিতে পাঁচ টাকা কমে এখন তা বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়, ১০ টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। এসব বাজারে অপরিবর্তিত আছে চিনি, চাল, মাংস, মসলাসহ অন্যান্য পণ্যের দাম।