বিয়ে তো হয়ইনি, তবে একবার পর্দা শেয়ার করেছেন। সেখানে চরম রোমান্স করেছেন ইমরান হাশমি ও সানি লিওন। আর তাতেই কি সন্তানের বাবা-মা হয়েছেন? নাহ! এটা অসম্ভব। কিন্তু সাতপাকে বাঁধা না পড়লেও ২০ বছরের যুবকের বাবা-মা ইমরান ও সানি লিওন।
শুধু তাই নয় ইমরান-সানির ছেলে বর্তমানে ‘বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়’র অধীন মুজাফরনগরের একটি কলেজের ছাত্র। পাঠক চক্ষুচড়ক গাছে ওঠা এই খবরটা কি জানতেন?
সম্প্রতি ইমরান-সানির ছেলের কলেজের অ্যাডমিট কার্ড ভাইরাল হতেই খবরটি প্রকাশ্যে আসে। কী শুনে চোখ কপালে উঠছে তো? তাহলে চলুন পাঠক একটু খোলসা করেই বলা যাক।
বিহারের ওই ছাত্রটি বলিউড তারকা ইমরান হাশমি ও সানি লিওনের সন্তান নন। উত্তর বিহারের বাসিন্দা, ওই কলেজছাত্রের অ্যাডমিট কার্ডে কেউ ইচ্ছাকৃতভাবেই বাবা-মায়ের নামের জায়গায় ইমরান হাশমি ও সানি লিওনের নাম বসিয়ে দিয়েছেন বলে অনুমান।
তবে এই কাজ কে করেছেন? সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রটি নিজেও এমন কুকর্মে জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে।