ব্যবহারকারীদের আরও আকৃষ্ট করতে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। তারই ধারাবাহিকতায় এবার আরও একটি নতুন ফিচার আনছে প্রতিষ্ঠানটি। নতুন এই ফিচারের মাধ্যমে ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন ব্যবহারকারীরা। ২০২১ সালে নিজেদের ‘টার্মস অব সার্ভিসে’ পরিবর্তন আনবে হোয়াটসঅ্যাপ, যা ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
এক প্রতিবেদনে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘গেজেটস নাউ’ জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। তবে এই ফিচার নিয়ে কোনও প্রচারণা চালায়নি তারা। ফিচারটির মাধ্যমে হোয়াটসঅ্যাপ ওপেন করার পর ব্যবহারকারীরা দুটি উপায়ে নোটিফিকেশন পাবেন।
বর্তমানে শুধু আইওএস ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ইন-অ্যাপ নোটিফিকেশন সুবিধা পাচ্ছেন। দ্রুতই এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চালু হবে বলে আশা করা হচ্ছে। আইওএস ব্যবহারকারীরা সেটিংস থেকে নোটিফিকেশন অপশনে গেলেই ‘ইন-অ্যাপ নোটিফিকেশন’ নামের অপশনটি পাবেন। এখানে ক্লিক করার পর নোটিফিকেশনের দুটি আলাদা ধরণ থেকে যেকোনও একটি বাছাই করতে হবে।
এদিকে ওয়াবেটাইনফো জানিয়েছে, যেসব ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের নতুন নীতি মানবে না, তাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।