দ্বাদশ শ্রেণি পড়ুয়া মেয়েকে অনলাইন ক্লাসের জন্য নিজের মোবাইল ফোন দিয়েছিলেন বাবা। আর তাতেই বিপদে পড়লেন। ওই ফোনে অন্য এক নারীর সঙ্গে নিজের ঘনিষ্ঠ অবস্থার ভিডিও ছিলো। আর তা দেখে ফেলে মেয়ে।
ঘটনাটি ভারতের কর্ণাটকের মান্ডিয়া এলাকার।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভিডিওগুলো দেখার পর মাকে তা জানিয়ে দেয় ওই মেয়ে। এখন তাদের সংসার ভাঙার উপক্রম। এই দম্পতির বিয়ে হয়েছে ১৮ বছর। তাদের ১৫ ও ১৭ বছর বয়সী দুটি মেয়ে আছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত অক্টোবর মাসে। বড় মেয়েকে অনলাইন ক্লাস করতে নিজের ফোন দিয়েছিলেন ওই ব্যক্তি। ফোনে অন্য এক নারীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছিল। ওই নারী আবার সম্পর্কে ওই পরিবারের আত্মীয়া। বাবাকে অন্য এক নারীর সঙ্গে দেখা মাত্রই তা মাকে জানিয়ে দেয় মেয়ে। এরপর স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারস্থ হন ওই ব্যক্তির স্ত্রী।
তবে স্ত্রী বিচ্ছেদ চাইলেও ঘর বাঁচাতে মরিয়া ওই ব্যক্তি। পুলিশও দুপক্ষকে বোঝানোর চেষ্টা করছে। যদিও এখনো সমাধান হয়নি।
শুধুমাত্র পরকীয়ার দায়ে তার বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নিতে পারছে না পুলিশ। তবে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রেও অবশ্য দেখতে হবে তিনি ওই নারীর ইচ্ছের বিরুদ্ধে তার ভিডিও রেকর্ড করে মোবাইলে রেখেছিলেন কি না এবং তা অন্য কাউকে পাঠিয়েছিলেন কি না।