সৌদি আরবে করোনাভাইরাসের প্রকোপ কমছে। একই সঙ্গে দেশটিতে থাকা বাংলাদেশিদের মধ্যেও আক্রান্ত ও মৃত্যুহার তুলনামূলক কমছে। স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপ এবং সম্পূর্ণ ফ্রিতে স্বাস্থ্যসেবা দেওয়ার ফলেই সংক্রমণের হার কমছে।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮০ বাংলাদেশির। এদের মধ্যে রিয়াদ অঞ্চলে ৫২০ এবং জেদ্দা অঞ্চলে ৪৬০ জনের মৃত্যু হয়েছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ৪ ডিসেম্বর দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৪৯ জন, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৩৭ এবং মৃত্যুবরণ করেছেন ১২ জন। সব মিলিয়ে সেখানে করোনায় তিন লাখ ৫৭ হাজার ৮৭২ জন আক্রান্ত, তিন লাখ ৪৭ হাজার ৫১৩ জন সুস্থ এবং ৫ হাজার ৯১৯ জনের মৃত্যু হয়েছে।