বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ কাপ টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে আহত হয়ে মাঠের বাইরে চলে যান বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দীনের। অন্য সব ক্রিকেটাররা গড় পড়তা ৪-৫টি ম্যাচ খেলে ফেললেও গোড়ালির ইনজুরিতে একটি ম্যাচও খেলা হয়নি সাইফের।
এর আগে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কোচ সারোয়ার ইমরান আশা প্রকাশ করেছিলেন, ইনজুরি কাটিয়ে আবার মাঠে নামার অপেক্ষায় এ পেস বোলিং অলরাউন্ডার। সে সময় ইমরান বলেছিলেন, আমরা আশা করি ৬ না হয় ৮ ডিসেম্বর আমরা সাইফউদ্দীনকে পাব।
এদিকে আজকের খবর, ৮ ডিসেম্বর নয়। তার আগেই সাইফের ম্যাচ ফিটনেস ফিরে এসেছে। সাইফউদ্দীন ফিট এবং কোচ সারোয়ার ইমরারন নিশ্চিত করেছেন, আগামীকাল রোববার জেমকন খুলনার বিপক্ষে খেলবেন ফেনীর এ অলরাউন্ডার।
ইমরান বলেন, আশা করছি কাল (রোববার) সাইফউদ্দীন খেলবে। তার অন্তর্ভুক্তিতে আমাদের বোলিং ও ব্যাটিং দুটিই সমৃদ্ধ করবে। বোলিং ধারালো হবে। পাশাপাশি মিডল অর্ডার ব্যাটিংটাও হবে সমৃদ্ধ। শুধু বাড়তি শক্তিই দেবে না- আত্মবিশ্বাস আর আস্থাও বাড়িয়ে তুলবে।
এদিকে সাইফফুদ্দিনের ফেরাতে মাঠের লড়াই আরও জমবে। সেই সাথে জেমকন খুলনার সঙ্গে মিনিস্টার গ্রুপ রাজশাহীর একটা জমজমাট লড়াইয়ের সম্ভাবনা দেখছেন অনেকেই। ইনজুরি কাটিয়ে মাঠে নেমে নিজেকে কতটা ফিরে পান সাইফউদ্দীন সেতাই এখন দেখার পালা!